![]() |
রোশন সিংহ |
রোশন সিংহ, যাকে বাঙালিরা চেনে এইজন্য সে টলিউডের এক সুন্দরী নায়িকা তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী হিসাবে। অভিনেত্রী স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই গ্ল্যামার জগত থেকে সরে গিয়ে এখন এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার এর জীবন কাটাচ্ছে।কাচের তলায় মেনে চলে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা।
শুক্রবার জৈনিক মহিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রশান সিংহ। ঝলমলে দিনে নিজের জিমের বাইরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে। ক্যামেরার দিকে তাকিয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন তারা। দেখা যাচ্ছে রসুনের কাঁধে মহিলাটির হাত আর ক্যাপশনে লেখা,'ও আমার মনের বন্ধু'।
রসুনের এই নতুন বন্ধুর নাম অনম খান। ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে অনম পেশায় একজন মডেল। বন্ধু রোশন এর মত শরীরচর্চার দিকেও মন দেন তিনি।কিন্তু রোশনের 'মনের বন্ধুর' প্রোফাইলে কিন্তু খুঁজেও দুজনের একসঙ্গে কোন ছবির হদিশ পাওয়া গেল না।
আরও পড়ুন:মাথায় সিঁদুর! শরীরচর্চায় ঊর্বশী রাওতলা
কিছুদিন আগে রোশন জানিয়েছিলেন তার নাম ইনস্টাগ্রামে ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। শুধু যে তাই সেখান থেকে অনেক অশ্লীল মেসেজ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রোসন মনে করেছেন, তাকে বদনাম করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন:বাংলাদেশী সিনেমায় শ্রাবন্তী-শান্ত খানের গানের শুটিং শেষ, মুক্তি পাচ্ছে ঈদে
একটি মন্তব্য পোস্ট করুন